নূপুর শর্মাকে ১০ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ সুপ্রিম কোর্টের!

বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে আগামী ১০ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা বা তার বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি এই সময়ের মধ্যে দেশের অন্য কোথাও তার বিরুদ্ধে নতুন করে মামলা হলেও তাকে গ্রেপ্তার করা যাবে না। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, সোমবার গ্রেফতারি রুখতে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। দেশের বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাকে যাতে গ্রেফতার করা না হয়, সেজন্য আইনজীবী মারফত আবেদন জানান তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। এর আগে নূপুর শর্মা আবেদন করেছিলেন যাতে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে দায়েরকৃত মামলা দিল্লিতে স্থানান্তর করা হয়। সেই সময় সুপ্রিম কোর্ট মৌখিকভাবে ভর্ৎসনা করেছিল তাকে।
গত ২৬ মে এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। সেই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিপাকে পড়ে বিজেপি তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে।
আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করলেন গোতাবায়া!