ন্যানসি জানালেন কীভাবে তৃতীয় স্বামীর প্রেমে পড়লেন তিনি!

ন্যানসি জানালেন কীভাবে তিনি তার তৃতীয় স্বামীর প্রেমে পড়লেন। এদেশের একজন জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
গত বছর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে। এটি ছিল তার তৃতীয় বিয়ে। দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার আগেই বিনোদন জগতে গুঞ্জন চলছিল তাদের সংসার নিয়ে। শোনা যাচ্ছিল ভালো যাচ্ছে না ন্যানসির দাম্পত্য জীবন। এই গুঞ্জনের কিছুদিন পরই সব গুঞ্জনকে সত্য প্রমাণিত করে জায়েদের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। তারপর ন্যানসি সম্পর্কে জড়িয়েছিলেন গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে। যিনি তার বর্তমানে তৃতীয় স্বামী।
তবে অনেক ভক্ত অনুরাগীদের মনেই কৌতুহল ছিল ন্যানসির সাথে তার স্বামীর পরিচয় ও প্রণয়ের গল্প নিয়ে। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়েই জানালেন ন্যানসি। তার ভাষ্য, ‘অনেকেরই জানার ইচ্ছে কিভাবে আমার সঙ্গে মেহেদীর প্রেম শুরু হয়? এক্ষেত্রে আমি শুধরে দিয়ে বলতে চাই, আমাদের মধ্যে কখনো প্রেম ছিল না। বরং যখন বিয়ের ব্যাপারে কানাঘুষা চলছে তখন আমি বুঝতে পারলাম এই নিপাট ভদ্রলোকটিকে আমি ভালোবেসে ফেলেছি। দিনে দিনে এই ভালোবাসা কমেনি বরং বেড়েই যাচ্ছে। উনি যে কেবল এতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তাই নয়, ঝগড়ার সময়ও উনি শুদ্ধ বাংলায় ঝগড়া করেন। উনি একটিও আপত্তিকর শব্দ না উচ্চারণ করে মাত্র গোটা দুয়েক বাক্য দিয়ে আমার পা থেকে মাথা অব্ধি জ্বালিয়ে দিতে পারেন। এমন মিষ্টি দুষ্টু লোককে কি ভালো না বেসে থাকা যায়?’
আরও পড়ুন# জ্যাকুলিন-নোরাকে জিজ্ঞাসাবাদ করায় ফাঁসলো আরও চারজন!
স্বামীর প্রশংসা করে ন্যানসি আরও যোগ করেন, ‘যাই হোক, ভদ্র লোকটির লেখনির গাঁথুনি যেমন চমৎকার তেমনই উনার কণ্ঠের বলিষ্ঠতাও কানে লেগে থাকার মত। অবশ্য আমি যেভাবে ওনার প্রতি মুগ্ধ হয়ে ভালোবাসায় ডুবে পঁচে একাকার হয়ে গেছি, তাতে মনে হয় উনি যদি কখনো আমার সামনে নাকের সর্দি ঝাড়েন সেটাও আমার কাছে মনোমুগ্ধকর দৃশ্য লাগবে।’
উল্লেখ্য, ন্যানসির প্রথম সংসার ভেঙে যায় ২০১৩ সালে। তারপর তিনি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে সেই সংসারে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা। সেই সংসারও টেকেনি। এরপর গত বছর আগস্টে মহসিন মেহেদীর সঙ্গে সংসার শুরু করেন ন্যানসি।