পকেটে ক’ন’ডমের রসিদ মিলায় প্রেমিককে খু’ন!

সঙ্গীর প্যান্টের পকেটে ক’ন’ডমের রসিদ পাওয়ায় তাঁকে গু’লি করে হ’ত্যার অভিযোগ উঠল এক মহিলা পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। কোয়াজুলু-নাটাল এলাকায় ডারবান হারবার থানায় কর্মরত ছিলেন ওই মহিলা পুলিশ সদস্য।
‘ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ইনভেস্টিগেটিভ ডিরেক্টরেট’-এর তরফ থেকে করা হচ্ছে এই খু’নের তদন্ত। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার দিন অভিযুক্ত মহিলা পুলিশ সদস্য প্রেমিকের প্যান্টের পকেটে একটি ক’ন’ডমের রসিদ খুঁজে পান। কোথা থেকে সেটি তার পকেটে এলো, তা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। সেই বিবাদ চরম পর্যায়ে উঠতেই নিজের সাথে থাকা পিস্তল দিয়ে প্রেমিকেরর ওপর গু’লি চালান ওই মহিলা।
আরও পড়ুন# ফিলিস্তিনের পক্ষ নিলেন জো বাইডেন!
তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনার পর নিজেই আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহিলা। যে আগ্নেয়াস্ত্র থেকে গু’লি চালানো হয়, উদ্ধার হয়েছে সেই পিস্তলটিও। ১০ অক্টোবর পর্যন্ত অভিযুক্ত মহিলাকে হেফাজতে চেয়েছে তদন্তকারী সংস্থা।