ইতিহাসঐতিহ্যজাতীয়সন্দেশ

পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!

সম্প্রতি পঞ্চগড়ের বোদায় উদ্ধার করা হয়েছে ১৬ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি। জানা যায়, পুলিশ গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ রায় নামক এক ব্যক্তির বাড়ি হতে উদ্ধার করা হয় মূর্তিটি।

পুলিশ ও স্থানীয় জনগণের ভাষ্যমতে, গত শুক্রবার দুপুরে স্থানীয় তিনটি শিশু মাঝপাড়া গ্রামে রেজাউল করিমের বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে শিশুদের পায়ে পাথরের ন্যায় বড়ো কিছু লাগলে, তারা সেটি দেখার জন্য পুকুর হতে ওপরে তোলে। আর বিষয়টি তারা না বুঝে, সনাতন ধর্মের জিনিস ভেবে পূজার জন্য ধীরেন্দ্রনাথকে দিয়ে দেয় এবং ধীরেন্দ্রনাথ তার বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন# ঝালকাঠিতে চার শিক্ষার্থীকে মেরে আহত করলেন শিক্ষক!

এই খবর পুলিশের কাছে পৌঁছালে, বোদা থানা পুলিশ সন্ধ্যায় মূর্তিটি ধীরেন্দ্রনাথের বাড়ি হতে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন— মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো। এর ওজন প্রায় ১৬ কেজি। এটি আসলেই কষ্টিপাথর কিনা, নাকি অন্যকিছু তা পরীক্ষা ব্যতীত বলা যাবে না। মূর্তিটিকে আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।