খবরবিনোদন জগৎ

পরিবার চায়নি হজ পালনের পর আবারও সিনেমাতে কাজ করি: সালওয়া

পরিবার চায়নি হজ পালনের পর আবারও সিনেমাতে কাজ করি, এমনই জানালেন নায়িকা সালওয়া।

কয়েকদিন আগেই বড়ো পর্দায় অভিষেক হয়েছে নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার। ‘বীরত্ব’ সিনেমার মধ্য দিয়ে দর্শকের সাড়াও পাচ্ছেন ভালো। কিন্তু এর মধ্যেই ঘটল বিপদ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে হঠাৎ ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ তোলেন, তাকে ‘প্রাণনাশের হুমকি’ দিচ্ছেন সিলেটের সাবেক এক সংসদ সদস্যের পুত্র।

আরও পড়ুন# ডিভোর্সের বছর না পেরুতেই আবারও বিয়ে করছেন সামান্থা!

তবে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলেন সালওয়া। জানান, তিনি রাগের বশে ওই স্ট্যাটাস দিয়েছেন। ঘটনাটি তারা পারিবারিকভাবে মিটিয়ে ফেলেছেন।  জানা যায়, সিলেটের ওই এমপির নাম নবাব আলী আব্বাস খান। তার ছেলে নবাব আলী হাসিব খানের সঙ্গে সালওয়ার প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্যতা হওয়ায় ওই স্ট্যাটাস দেন সালওয়া।

এদিকে পরবর্তী আরেকটি স্ট্যাটাসে সিনেমা জগৎ ছেড়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন সালওয়া। তিনি বলেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির যেকোনও চাকচিক্য থেকে আমার কাছে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের মর্যাদা অনেক বেশি, একজন সিলেটি রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে।

তৃতীয় ব্যক্তির ইন্ধনে নবাব আলী হাসিব খানের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটে। এদিকে আমার পরিবার চায়নি পবিত্র হজ পালনের পর আমি পুনরায় চলচ্চিত্রে কাজ করি। এ থেকেই মূলত আমাদের মনোমালিন্যের সৃষ্টি হয়। পরবর্তীতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে এখন আমার একান্ত উপলব্ধি, আমাদের জীবনে সবকিছুর উর্ধে পারিবারিক বন্ধন ও ভালোবাসা। ক্ষণস্থায়ী কোনওকিছুর জন্য নিজের পারিবারিক শান্তি বিনষ্ট করার কোনও মানে হয় না।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন সালওয়া। এরপরই তিনি সিনেমা জগতে আসেন। তিনি মোট চারটি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর ‘বীরত্ব’ মুক্তি পেয়েছে। বাকি তিনটি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘এই তুমি সেই তুমি’ ও ‘বুবুজান’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।