জাতীয়পরীক্ষাশিক্ষাসন্দেশ

পরীক্ষার বিষয় ছিল বাংলা ১ম, প্রশ্ন দেওয়া হলো ২য় পত্রের!

আজ ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আজ পরীক্ষার বিষয় ছিল বাংলা ১ম পত্র (আবশ্যিক) কিন্তু নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব দীপ্তি রানী বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও একই উপজেলার কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। তবে এই তিন কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ওই প্রশ্ন বিতরণ করা হয়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন# চবিতে ছাত্রীর শ্লীলতাহানি, আসামির জামিন নামঞ্জুর!

প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব দীপ্তি রানী বৈরাগী গণমাধ্যমকে বলেন, আজ রুটিন অনুযায়ী বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। বহুনির্বাচনী প্রশ্নের একটি প্যাকেটের ওপরে বাংলা প্রথম পত্রের কোড লেখা থাকলেও প্যাকেট খোলার পর ভেতরে বাংলা দ্বিতীয় পত্রের ১০০টি প্রশ্ন পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রের মোট ৯টি কক্ষের মধ্যে তিনটি কক্ষের পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ভুলের বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়। পরে প্রথম পত্রের প্রশ্ন দিয়ে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই কেন্দ্রের কেন্দ্রসচিব অমলেন্দু হিরা দাবি করেন, তার কেন্দ্রে আসা প্রশ্নপত্রের একটি প্যাকেটে বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্ন ছিল। প্যাকেট খুলে ভুলের বিষয়টি লক্ষ্য করে সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের আগেই বিষয়টি নজরে এসেছিল। তাই সঠিক প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।