
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের দেখাতেই পাকিস্তানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই ম্যাচ জেতার মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল সাবিনা খাতুনের দল।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। চলতি টুর্নামেন্টে এটিই প্রথম হ্যাটট্রিক। এছাড়াও একটি করে গোল করেছেন মোসাম্মত স্বপ্না, মনিকা চাকমা এবং ঋতুপর্না চাকমা।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ। পুরো খেলায় পাকিস্তানের মেয়েদের কোনোরকম পাত্তাই দেয়নি সাবিনা খাতুন ও তার দলবল।
বেশ কিছু সুযোগ মিস না করলে গোলের সংখ্যা হয়তো দুই হালিও পূর্ণ হতে পারতো এই ম্যাচে। তবে বাংলাদেশের বিপক্ষে ৬ গোল হজম করেই লজ্জার এক রেকর্ড গড়েছে পাকিস্তানের মেয়েরা। তাদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল হজমের রেকর্ড এটি। এর আগে সাফে নেপালের বিপক্ষে ১২ ও ভারতের বিপক্ষে ৮ গোল হজম করেছিল পাকিস্তান।
আরও পড়ুন: নতুন চমক রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা!
ম্যাচের প্রথমার্ধেই পাকিস্তানকে ৪ গোল হজম করায় বাংলাদেশ, বিরতি থেকে ফিরে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের তৃতীয় মিনিটে সাবিনার ব্যাক পাস থেকে মনিকা চাকমার দুর্দান্ত গোলে লিড পায় বাংলাদেশ। এরপর স্বপ্নার পা থেকে ম্যাচের দ্বিতীয় গোল আসে ম্যাচের ২৮ মিনিটে।
৩ মিনিট পরেই খেলার ৩১ মিনিটে মনিকা চাকমার পাস থেকে পাকিস্তানের জালে বল জড়ান অধিনায়ক সাবিনা খাতুন। এরপর দ্বিতীয় গোল করতে সময় নেন মাত্র ৪ মিনিট। বিরতির পর খেলতে নেমে গত আসরে সাফের সর্বোচ্চ গোলদাতা এবারের আসরের প্রথম হ্যাটট্রিকের দেখা পান।
প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোল এবং আজ বাংলাদেশের কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরে কার্যত টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে পাকিস্তান।
অন্যদিকে, সাফ মিশনে নিজেদের প্রথম ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এই দুই জয়ের মাধ্যমে এই ম্যাচ হাতে রেখেই নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের সাবিনা খাতুনরা।