
অনুলিপি ডেস্ক: ভারত আর পাকিস্তান দুই প্রতিবেশী দেশ হলেও সাপে নেউলে সম্পর্ক দেশ দুটির মধ্যে। রাজনৈতিক অস্থিরতার কারণে দুদেশের খারাপ সম্পর্ক হলেও সেটি ছাড়িয়ে গেছে ক্রিকেটেও। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট ছাড়া একে অপরের মুখোমুখি হয় না এই দুই প্রতিবেশী দেশ।
তবে পরিসংখ্যানে কিংবা রেকর্ডের দিক থেকে একে অন্যকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা বিদ্যমান রয়েছে। এবার পাকিস্তানকে ছাড়িয়ে গেল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই রোববার সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত।
উইন্ডিজ সফরে টানা দুই ম্যাচে জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে টিম ইন্ডিয়া।
একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে একটানা সব থেকে বেশি ওয়ানডে সিরিজ জয়ের তালিকায় শীর্ষে ভারত।
আরও পড়ুন: বিয়েটা সেরেই ফেললেন মুনিম শাহরিয়ার!
২০০৭ সাল থেকে গত ১৫ বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশে-বিদেশে ১২টি ওয়ানডে সিরিজে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে ভারত। টানা ১২টি সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে টপকে গেল বিরাট কোহলিরা।
১৯৯৬ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে সিরিজ জিতেছে বাবর আজমরা।
দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ সালের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯টি ওয়ানডে সিরিজ জিতেছে।