পাকিস্তানি বোলারের সাথে ভিডিয়ো প্রকাশে বিতর্কের মুখে উর্বশী!

পাকিস্তানি একজন বোলারের সাথে ভিডিয়ো প্রকাশ করায় আবারও বিতর্কের মুখে পড়েছেন উর্বশী। বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা, তর্ক-বিতর্ক যেন আর পিছু ছাড়ছেই না! এর আগেও ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে বেশ কয়েকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এবারও আরেক ক্রিকেটারকে নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার এক পাকিস্তানি বোলারের জন্য আবারও এসেছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে উর্বশী।
সম্প্রতি এশিয়া কাপ চলার সময় পাকিস্তানের বোলার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। আর তারপর থেকেই বিতর্ক ও সমালোচনার মুখে আছেন ভারতীয় এই অভিনেত্রী।
আরও পড়ুন# সিনেমা ইন্ডাস্ট্রি এখন সার্কাসের ময়দান: বাপ্পারাজ
তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োটিতে দেখা যায়, খেলা চলাকালীন গ্যালারিতে বসে আছেন উর্বশী। অন্যদিকে তখন মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। তাদের দুজনের হাস্যমুখের কিছু সুন্দর রিল নিয়েই বানিয়েছেন এই ভিডিয়োটি। সাথে ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে বাজছে পাকিস্তান ও ভারতের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ গানটি।
উর্বশীর সেই ভিডিয়ো ফেসবুক ভিত্তিক নাসিম শাহ ফ্যানপেইজে প্রকাশ করা হলে তুমুল সমালোচনার পাত্রী হয়ে ওঠেন উর্বশী। এক সময় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গেও অনেকবার একসাথে দেখা গিয়েছে উর্বশীকে। যদিও সম্পর্কের কথা কেউই স্বীকার করেননি তারা। ২০১৮ তে এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর তাদের বিচ্ছেদ হয়ে গেলে একে অপরকে দোষারোপ করে বেশ কয়েকটি স্ট্যাটাস শেয়ার করেন তারা। যেগুলো সাধারণ মানুষের আলোচনা সমালোচনার খোরাক হয়েছিল। আবারও আরেক ক্রিকেটারকে নিয়ে উর্বশী এসেছেন আলোচনায়। এ যেন তার পিছু ছাড়ছেই না!