ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানের জয় উদযাপনে ছেলের প্রাণ গেল বাবার গুলিতে!

গতরাতে এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। সেই ম্যাচের সমীকরণেই আবার ফাইনালের স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে ভারত, আফগানিস্তানের।

শেষ ওভারে নাসিম শাহের দুই বলে দুই ছক্কায় ১ উইকেট ও ৪ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমরা। অসাধারণ নাটকীয় এই ম্যাচের পরে তাই পাকিস্তান সমর্থকদের উদযাপনেরও কোনো কমতি ছিলো না একেবারেই।

আরও পড়ুন: ধ’র্ষ’ণের অভিযোগ জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে!

এশিয়া কাপের তৃতীয় শিরোপার দ্বারপ্রান্তে পাকিস্তান। দলের এমন অবিশ্বাস্য জয় উদযাপন করতে গিয়ে দেশটির পেশোয়ারের মাতনি আদিজা নামক জায়গার অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জয় পাওয়ার পর অতিরিক্ত খুশিতে উত্তেজিত হয়ে উদযাপনের এক পর্যায়ে এক বাবা ফাঁকা গুলি ছুড়তে গিয়ে দুর্ঘটনাবশত ছেলে ও ছেলের বন্ধুর গায়ে গুলি চালিয়ে দেন। পরে তাদের মৃত্যু হয়।

একইভাবে কোটলা মুহসিন খান ও দালজাক এলাকায় ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনায় তিন নারীসহ আহত হন আরও অনেকে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গায়ে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সুদাইস নামের এক ব্যক্তির। পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এবং ৪১ জনকে আটক করেছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।