
সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য এবং অধিনায়ক সাবিনা খাতুন। সদ্য সমাপ্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। অবাক করা খবর, সাফ টুর্নামেন্ট চলা অবস্থায় পাকিস্তানে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
জাতীয় দলের বাইরে দেশের প্রভাবশালী ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেন সাবিনা। দেশের বাইরের বিভিন্ন লিগেও নিয়মিত উপস্থিতি তার। কিছুদিন পর মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি। এর আগে আরও চারবার এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে দেশসেরা এই ফুটবলারের।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবিনা জানালেন, ‘গতবার আমার সঙ্গে মালদ্বীপে খেলেছিল মাতসুশিমা সুমাইয়া (জাপানে জন্ম নেয়া বাংলাদেশি ফুটবলার)। তার পারফরম্যান্সে সবাই খুশি। ওরা আসলে আমাদের এখান থেকে আরও খেলোয়াড় নিতে চায়।’
আরও পড়ুন: যে কারণে দাঁড়িয়ে ছিলেন রব্বানি, সাবিনা!
এদিকে, নেপালে সাফ টুর্নামেন্ট চলকালেই পাকিস্তানে খেলার প্রস্তাব পেয়েছেন সাবিনা খাতুন। জানালেন, ‘নেপালে থাকা অবস্থায় আমাকে পাকিস্তান থেকে নক দেয়া হয়েছে। জানতে চেয়েছে সেখানে চ্যাম্পিয়নশিপ হলেও যেতে পারব কি-না। আমি বলেছি বিস্তারিত জানাতে। এরপর ফেডারেশনের সঙ্গে কথা বলে জানাবো।’
এ ব্যাপারে আরও বলেন, ওরা আমাকে বিস্তারিত জানালে আমি ফেডারেশনের সঙ্গে কথা বলব। যদি যেতে অনুমতি দেয়, তবেই খেলতে যাবো।’ এছাড়া মালদ্বীপের টুর্নামেন্টে খেলতে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘সম্ভবত আগামী ৩০ সেপ্টেম্বর আমি মালদ্বীপ যাচ্ছি। সেখানে হয়তো একমাস থাকতে হবে।’
মালদ্বীপ ছাড়া সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলেও। ২০১৮ সালে সেথু এফসির হয়ে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক।