পৃথিবী থেকে দেখা যাবে গুরুগ্রহ বৃহঃস্পতি!

এবার পৃথিবীর অনেক কাছাকাছি আসতে চলেছে বৃহঃস্পতি গ্রহ। এই চলতি মাসেই সারা রাত পৃথিবীর আকাশে দেখা মিলবে সৌরজগতের বৃহত্তম গ্রহ ‘বৃহঃস্পতি’। পৃথিবী ও বৃহঃস্পতি এই দুই গ্রহের গত ৫৯ বছরে এত কম দূরত্ব হয়নি।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন— আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবীর অনেকটা কাছাকাছি আসবে বৃহঃস্পতি গ্রহ। ২৬ সেপ্টেম্বর সারা রাত পৃথিবীর আকাশে দেখা যাবে ওই গ্রহকে। এছাড়াও এই গ্রহটি পৃথিবীর বিপরীতে সূর্যের দিকে থাকবে। যার ফলে বৃহঃস্পতিও সূর্যের মতো পূর্ব দিকে ওঠবে এবং পশ্চিমে অস্ত যাবে।
সূর্যের অন্য সব গ্রহগুলোর সাথে পৃথিবীর এই দূরত্বের পার্থক্য হলো তাদের কক্ষপথের আকার। অর্থাৎ পৃথিবী বা বৃহঃস্পতি কারও কক্ষপথই গোলাকার না। ফলে এই দুইটি গ্রহ আলাদা আলাদা দূরত্বে একে অপরকে অতিক্রম করে।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ সেপ্টেম্বর এই দুইটি গ্রহ অর্থাৎ পৃথিবী ও বৃহস্পতির মাঝে দূরত্ব কমে হবে ৫৮ কোটি কিলোমিটার। তবে স্বাভাবিক অবস্থায় এই দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার।
এই বিষয়ে নাসা জানায়— আগামী ২৬ সেপ্টেম্বর যেহেতু পৃথিবীর অনেক কাছে চলে আসবে, সেহেতু পৃথিবী হতে স্পষ্ট ও উজ্জ্বল দেখাবে এই গ্রহকে। আর এই ঘটনাটি বেশ বিরল বটে। এছাড়াও ওই একই দিনে চাঁদ ব্যতীত আকাশের অন্যান্য গ্রহ- নক্ষত্রদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখাবে বৃহঃস্পতিকে।
কিন্তু খালি চোখে পৃথিবী হতে দেখা যাবে না বৃহঃস্পতিকে। যদি দেখতে চান তবে অবশ্যই টেলিস্কোপের সহায়তানিতে হবে। এই বিষয়ে নাসা জানায়, দূরবীন ভালো মানের হলে মূল গ্রহ বৃহঃস্পতি ছাড়াও এর ৩-৪টি উপগ্রহও দেখা যেরে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন— কেবল ২৬ সেপ্টেম্বর না, তার আগে এবং পরেও বেশ কিছু দিন রাতের আকাশে স্পষ্ট ভাবে বৃহঃস্পতি গ্রহকে দেখা যাবে। তবে আবহাওয়া খারাপ থাকলে মেঘলা আকাশে কিছুই দেখতে পাওয়া যাবে না।