ব্যবসা-বাণিজ্যসন্দেশ

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বাড়তে পারে

রমজানের মাত্র আর এক সপ্তাহ বাকি। এরই মধ্যে দিয়ে দিনাজপুর জেলার হিলি স্থল বন্দর দিয়ে ভারতের পেয়াজ আমদানি হচ্ছে একটি রিপোর্টে জানা যায়। ফুলে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা রয়েছে তা জানিয়েছেন কর্তৃপক্ষ। আমদানির অনুমতি শেষ হয়ে গেছে ১৫ র্মাচ। হিলি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গতকাল পাইকারি বাজারে বিক্রি হয়েছে কেজি প্রতি ১৯ থেকে ২০ টাকা।

এক দিনের ব্যবধানে সেই পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা। এতে কেজি প্রতি বেড়েছে ১ থেকে ২ টাকা। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, ইমপোর্ট পারমিট বন্ধ করলে রমজানে পেঁয়াজের দাম হুহু করে বেড়ে যাবে। রমজান আসতে আর কয়েক দিন বাকি। এসময় দেশে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। ফলে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সরকার বন্ধ করলে দাম হাতের নাগালের বাইরে চলে যাবে।

আরও পড়ুন: শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বাবা মায়ের কিছু ভুলের কারণে

যে পেঁয়াজ আসছে এগুলো আগের আইপি করা। এখন নতুন করে আইপি খুললে এর সময় আজই শেষ হয়ে যাবে।নতুন করে আমদানির অনুমতিপত্র না দিলে রোজার মধ্যে বাজার অস্থিতিশীল হয়ে যাবে।ফলে কিছু ব্যবসায়ী এর সুযোগ নেবে। হিলিস্তি বন্দর দিয়ে চলিত মাসে ১৩ কর্ম দিবসে ১৮০টি ট্রাকে ৫২২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।