লিওনেল মেসি। তাকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। রেকর্ড আর মেসি যেন একে অপরের পরিপূরক। এবার আর্জেন্টাইন এই তারকা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন গোল অবদানের রেকর্ড গড়ে।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতের ম্যাচে ইসরাইলের ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় তারকাভরা পিএসজি। ফরাসি ক্লাবটির হয়ে মেসি নিজে এক গোল করার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে একটি গোল করান।
আর তাতেই মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে পেলেকে পেছনে ফেলে গোলের অবদানে বনে যান সর্বেসর্বা। এর আগে ১১১১ গোল ও অ্যাসিস্ট নিয়ে এই রেকর্ড দীর্ঘদিন নিজের করে রেখেছিলেন পেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৬ গোলের পাশাপাশি তার অ্যাসিস্টের সংখ্যা ৩৫৫টি। অন্যদিকে এখনও পর্যন্ত ৯৮৪ ম্যাচ খেলে ৭৭৪ গোল করার পাশাপাশি মেসি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৩৯ গোল।
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা!
১০৪৯ গোল ও অ্যাসিস্ট নিয়ে তালিকার তিনে আছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেন্স পুসকাস। চতুর্থ অবস্থানটি ৮১৫ গোল ও ২৩০ অ্যাসিস্ট করা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২৬তম গোলে আরও দুটি রেকর্ড গড়লেন মেসি। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন তিনি। আর তাতে ছাড়িয়ে গেছেন ৩৮টি দলের বিপক্ষে গোল করা ক্রিশ্চিয়ানোকে। একই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির ১৮ টি মৌসুমে গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা।