পোশাক বিতর্কে ট্রলের শিকার উরফি জাভেদ!

পোশাক বিতর্কে আবারও ট্রলের মুখে পড়েছেন বলিউডের উঠতি মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। উরফি মানেই পোশাকের চমক, উরফি মানেই যেন বিতর্ক। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কখনও তিনি পরছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনো তাকে লজ্জা নিবারণ করতে দেখা গেছে সেফটিপিনে তৈরি পোশাকে। কখনো আবার কাঁচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করেছেন উরফি। সেই ভিডিওতে তাকে দেখা গেছে কালো রঙের বিকিনিতে। কিন্তু আসল চমক অন্য কোথাও। উরফির কোমরের নিচে জড়ানো রয়েছে এক বিশেষ ধরনের দড়ির মতো বস্তু। আর তাতেই পোশাক বিতর্কে আবারও ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী।
আরও পড়ুন# শাড়িতে ঝড় তুললেন ‘রাজমাতা’ রামায়া কৃষ্ণাণ!
আসমানি রঙের সেই বস্তুটি আসলে ঠিক কি জিনিস, তা নিয়ে নিশ্চিত নন কেউই। কেউ বলছেন কাপড়ের মাঝে ছোট ছোট বল ঢুকিয়ে তৈরি হয়েছে সেই পোশাক, আবার কারো দাবি কাপড়ের দড়ির মধ্যে ঢোকানো রয়েছে ছোট ছোট বেলুন। তবে বোঝা যাক বা না যাক, বিষয়টি নিয়ে উরফি ভক্তদের আগ্রহ তুঙ্গে।
ইনস্টাগ্রামে বর্তমানে উরফির অনুরাগীর সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ মানুষ রিলটি দেখেছেন। পছন্দ করেছেন ৬৭ হাজার মানুষ। ভক্তদের কেউ প্রশ্ন তুলেছেন, ‘আর কি কি শরীরে তুলবেন তিনি?’ কেউ আবার প্রশংসা করেছেন তাঁর সৃজনশীলতা নিয়ে। তবে শুধু প্রশংসাই নয়, ভেসে এসেছে কিছু কটাক্ষও। অনেকেই বিদ্রূপ করেছেন সেখানে। তবে উরফির এসব বিদ্রূপ গায়ে মাখার সময় কই? বরাবরের মতো এবারও এসব কটাক্ষ গায়ে মাখেননি তিনি।