ফুটবল

ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে উঠবে মেসির আর্জেন্টিনা

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আটকে গিয়েছিল। ফিফা র‍্যাংকিং এর এক নাম্বার স্থান দখল করেছিল ব্রাজিলিয়ানরা। প্রীতি ম্যাচে খেলে মরক্কোর কাছে হেরে গেল ব্রাজিল। আবার পানামার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। তারপরও দেখা যাচ্ছে ব্রাজিলের র‍্যাংকিং সর্বপ্রথম এবং আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে আছে।

বিষয়টা নিয়ে তমুল আলোচনা হয়। তখন ফিফা র‍্যাংকিং ক্যালকুলেটরে দেখা যাচ্ছে, আগামী মাসে ফিফা র‍্যাংকিংয়ের যে আপডেট প্রকাশ হতে যাচ্ছে, তাতে শীর্ষেই উঠে আসবে আর্জেন্টিনা। ব্রাজিল শুধু শীর্ষস্থান হারানোই নয়, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে আসবে ফ্রান্স।

আরো পড়ুন: অফসাইড বিতর্কের অবসানে অত্যাধুনিক প্রযুক্তি আনলো ফিফা!

আর্জেন্টিনা শীর্ষে ওঠার কারণে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে, সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়। ব্রাজিলের অবনতিতে র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে আসবে বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। চললাম ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। এখন ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স পরবর্তী হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে মোট ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসবে

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।