
স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৩৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ফলে ভালো মানের ক্যাডমিয়াম হলমার্ক করা ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৫৫৭ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে যথাক্রমে সোনার ভরি ৭৫ হাজার টাকা এবং ৬৪ হাজার ২৬৯ টাকা।
এছাড়াও, সোনার দামের পাশাপাশি সোনার অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দিয়েছে বাজুস। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসাবে এক ভরি সোনার অলংকারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা।
স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়ার কারণেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দাম আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। উল্লেখ্য, এই মূল্যবৃদ্ধি কেবল হলমার্ক করা স্বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে সনাতন পদ্ধতির সোনার দাম প্রসঙ্গে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
গত সপ্তাহেই প্রতি ভরি সোনার দাম ১,১৬৬ টাকা হ্রাস করা হয়েছিল। গত ২২ মে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ৮২ হাজার ৪৬৪ টাকায়।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। হলমার্ক করা ২২ ক্যারেটের রুপার অলংকারের দাম ১,৫১৬ টাকা। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট রুপার দাম ভরিতে যথাক্রমে ১,৪৩৫ এবং ১,২২৫ টাকা।