খবরবিনোদন জগৎ

প্রথমবারের মতো ঢাকায় আসতে চলেছেন নোরা ফাতেহি!

বলিউডে খুব কম সময়ের মধ্যেই নোরা ফাতেহি প্রথম সারিতেই নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। তার নাচের দক্ষতা, গর্জিয়াস ফিগার এবং ফ্যাশনের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

বর্তমান সময়ের একজন আইকন হিসেবে নোরা এখন আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী। এই লাস্যময়ী বৃহস্পতিবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন।

‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ঢাকায় আসছেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতাতে চলেছেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি।

ভিডিও বার্তায় নোরা অনুষ্ঠান আয়োজকদের প্রশংসা করেন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সাথে দেখা করার জন্যে আমি অত্যন্ত আগ্রহী।

আরও পড়ুন# ‘আদিপুরুষ’-এ রাবণকে ‘ইসলামিক’-ভাবে তুলে ধরার অভিযোগ!

এর আগে গত ৫ সেপ্টেম্বর ইভেন্টের আয়োজক শাহজাহান ভূইঁয়া জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকা সফর বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, নোরা ফাতেহিসহ সব বিদেশি অতিথিদের নিয়ে আয়োজন করা কনসার্টগুলো আপাতত ডলার ক্রাইসিসের জন্য বন্ধ করেছে সরকার।

জানা গেছে, অনুষ্ঠানে বলিউডের এই হার্টথ্রব অভিনেত্রী ‘সাকি সাকি’, ‘দিলবার’ ইত্যাদি ব্লকবাস্টার গানের সঙ্গে ঝড় তুলবেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।