খবরবিনোদন জগৎ

প্রথমবার নানীবাড়িতে বেড়াতে গেল রাজ পরীমণির রাজ্য

প্রথমবারের মতো বাবা মায়ের সাথে নানীবাড়িতে বেড়াতে গেল রাজ ও পরীমণি দম্পতির সন্তান রাজ্য। ঢালিউডের আলোচিত তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ সন্তানের পিতা মাতা হয়েছেন। পরীমণি পিতা রাজের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রেখেছেন রাজ্য।

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরীমণি। সন্তানকে নিয়ে ৫ দিন পর বাসায় ফেরেন তারা। এরপর থেকে একান্তে বাসায়ই সময় কাটাচ্ছিলেন নতুন এইবাবা-মা। তবে এবার রাজ্যকে নিয়ে ঘুরে বেড়ার পালা। শিশু সন্তান রাজ্যকে নিয়ে সম্প্রতি বাইরে বের হয়েছিলেন এই দম্পতি।

আরও পড়ুন# রিয়াজ সিনেমার প্রতি ভালোবাসার জন্য নয়, প্রশিক্ষণে ব্যর্থ হয়ে চাকরি ছেড়েছিলেন!

পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা যায় তারা পরিচালক রেদোয়ান রনির বাড়িতে গিয়েছিলেন; ফেসবুকে শেয়ার করেছেন নিজেদের আনন্দঘন মুহূর্তের ছবি। পরীমনি পোস্টে লিখেছেন, ‘রাজ্যের প্রথম বেড়াতে যাওয়া তার নানার বাসায়। রেদওয়ান রনি নানা হ্যান্ডসাম।’

রাজ্যের বাবা শরিফুল রাজ প্রথম সিনেমায় অভিশেক হয় রেদওয়ান রনির পরিচালিত সিনেমাতেই। সেই সূত্র ধরেই এখন পারিবারিক সুসম্পর্কও তৈরি হয়েছে  দুই পরিবারের মধ্যে। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে হয় রাজ-পরী দম্পতির। এরপর ১০ জানুয়ারি পরীমনির অন্তঃসত্ত্বা হওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন তারা। এরপর ২২ জানুয়ারি রাতে পরীর বাসায় ১০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয় সেই বিয়েতে উকিল বাবা হন রেদওয়ান রনি। সেই সম্পর্কে তাদের সন্তান রাজ্যের নানা তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।