
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে বসেছে এবারের আসরের ফাইনাল ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। আর ৪২ মিনিটে ২য় গোলটি করেছেন কৃষ্ণা রানী। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও বেশ কয়েকবার বিপদের মুখে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। তবে ডিফেন্ডার ও গোলকিপার রুপনা চাকমার উপস্থিত বুদ্ধির জোরে বিপদমুক্ত হয় বাংলাদেশ।
আরও পড়ুন# শঙ্কায় স্বপ্নার ফাইনাল খেলা!
২-০ গোলে প্রথমার্ধ শেষ করলেও আরও অনেকগুলো গোল করার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের । তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলার বাঘিনীরা।
তবে আজকের প্রতিপক্ষ নেপাল হলেও বাংলাদেশের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কর্দমাক্ত স্টেডিয়াম। যে কারণে বলের গতি হয়ে পড়ছে মন্থর। আর তাতেই ভূল পাস, এবং ভুল শটের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। তা না হলে প্রথমার্ধে আরও আক্রমণাত্মক খেলা উপহার দিতে পারত বাংলাদেশের মেয়েরা!