
ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও ধরে রাখল প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে হেরেছে ভারত। স্বাগতিক ভারতকে ৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির তোপে পড়ে লখনৌতে ম্যাচটি নেমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রায় পুরো ইনিংস জুড়েই ভালো ব্যাটিং করেছে প্রোটিয়ারা। নির্ধারিত ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান। ৭৫ রানে ডেভিড মিলার এবং ৭৪ রানে অপরাজিত ছিলেন হেনরিক্স ক্লাসেন। এ ৪৮ রান এসেছে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। ভারতের পক্ষে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর এবং ১টি করে উইকেট পেয়েছেন রবি বিষনোই এবং কুলদিপ যাদব।
আরও পড়ুন: অভিষিক্ত ফারিহার হ্যাট্রিকে বাংলাদেশের বিশাল জয়!
জবাব ব্যাট করতে নেমে শুরুর দিকেই উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান এবং শুভমান গিল দ্রুত আউট হয়ে যাওয়ার পর ৩৭ বলে ৫০ রান করেন স্রেয়াশ আয়ার। ৬৩ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সাঞ্জু স্যামসন। শার্দুল ঠাকুর করেন ৩৩ রান।
প্রোটিয়াদের হয়ে ৩ টি উইকেট শিকার করেন লুংগি এনগিদি, ২ টি উইকেটের দেখা পেয়েছেন কাগিসো রাবাদা এবং ১ টি করে উইকেট পান ওয়েন পারনেল, কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করতে সক্ষম হয় ভারত এবং ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা।