প্রাক্তন স্ত্রী ও ছেলের প্রেমের ব্যাপারে মুখ খুললেন শ্রাবন্তীর প্রথম স্বামী!

প্রাক্তন স্ত্রী ও ছেলের প্রেমের ব্যাপারে মুখ খুললেন শ্রাবন্তীর প্রথম স্বামী রাজিব বিশ্বাস। ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে নায়িকা হিসেবে টলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। চলচ্চিত্র জগতে এসেই প্রেমের সম্পর্কে জড়ান সহকারী পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে। তখন শ্রাবন্তী ও রাজিব বিশ্বাস কেউই প্রতিষ্ঠিত হননি এই জগতে। ২০০৩ সালেই ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেন দুজন। দুজনেরই অর্থনৈতিক অবস্থা তখন সচ্ছল ছিল না। কয়েক বছর পর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু (ঝিনুক)। এরপর কেটে গেছে বহু বছর। ভালোবাসার সেই সংসারও ভেঙে গিয়েছে অনেকদিন হলো। শ্রাবন্তী হয়ে গিয়েছেন প্রাক্তন।
প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী বছরজুড়েই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কিন্তু রাজিব এ নিয়ে টুঁ-শব্দও করেন নি কখনো। কিন্তু এবার শ্রাবন্তী ও পুত্র অভিমন্যুকে নিয়ে মুখ খুললেন ভারতীয় একটি সংবাদমাধ্যমে।
আরও পড়ুন# ‘মহানগর’ এর অন্তিম পর্ব ঘোষণা, আবারও ফিরছেন ওসি হারুন!
আলাপচারিতার এক পর্যায়ে অতীত নিয়ে কথা উঠলে রাজিব জানান বিচ্ছেদের পরও তাতে নিজেদের ক্যারিয়ারে তেমন কোনো প্রভাব পড়েনি। শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এখনো। এমনকি শ্রাবন্তীর সঙ্গে আবারও কাজ করার ইচ্ছার কথাও জানালেন তিনি। শ্রাবন্তী ও রাজিবের পুত্র অভিন্যু দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে প্রেম করছেন শোনা যাচ্ছে। ছেলের প্রেম নিয়ে রাজিব বিশ্বাস বলেন, হ্যাঁ, দেখেছি চর্চা হয়। ওদের ব্যক্তিগত বিষয়ে আমার কিছু বলার নেই! তা ছাড়া প্রেমের বিষয় নিয়ে আমার সাথে কথা বলার সাহস ঝিনুকের নেই। ঝিনুকের মা আছে, সে ই সব বুঝবে!
রাজিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আরো দুইবার বিয়ে করেছেন শ্রাবন্তী। তিন নম্বর সংসারও ভাঙার পথে। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন তারা। এরমধ্যেই অভিরূপ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়েছেন তিনি। এদিকে, রাজিব বিশ্বাস আর বিয়ে করেননি। এখনো একাকী জীবনযাপন করছেন তিনি।