খবরবিনোদন জগৎ

প্লাস্টিক সার্জারি করে নাক বাঁকা হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কার!!

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজের নাক বাঁকা করেই ফেলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

সিনে জগতের তারকাদের রূপ নিয়েই যত কাজকর্ম। সৌন্দর্যতা দিয়েই দ্যুতি ছড়ায় নিজেদের। তাই তাদের চুল থেকে পা পর্যন্ত একদম নিখুঁত ঝকঝকে হওয়া চাই তাদের। এজন‍্য নিজেদের শরীর কাটাছেঁড়া করতেও ভাবেন না অনেকে। কিন্তু নিজের শরীর কাটাছেঁড়ার ফলাফল যে সবসময় সুন্দর হয় না তার প্রমাণ মিললো প্রিয়াঙ্কা চোপড়ার দ্বারা। বিশ্বসুন্দরী হয়েও প্লাস্টিক সার্জারির কয়েছিলেন তিনি। নিজের নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু যেমন আশা করেছিলেন তেমন একদনই হয়নি। এমনকি তার জন‍্য ‘প্লাস্টিক চোপড়া’ বলেও ডাকা হতে হত তাঁকে।

আরও পড়ুন# টাইটানিক খ্যাত নায়িকা কেট পা পিছলে আহত!

নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’এ প্রিয়াঙ্কা লিখেছিলেন তার জীবনের এই বড় ভুলের কথা। কিন্তু বিশ্বসুন্দরী হওয়ার পরেও কেন প্লাস্টিক সার্জারির দারস্থ হওয়ার প্রয়োজন পড়েছিল প্রিয়াঙ্কার? নিজের রূপ নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না?

তিনি জানান, আসলে শ্বাসকষ্টের সমস‍্যার জন‍্য নাকে অস্ত্রোপচার করেছিলেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছিল, তাঁর নাকের গহ্বরের মধ‍্যে একটি ‘পলিপ’ রয়েছে। সেটা অস্ত্রোপচার করে বাদ দেওয়া প্রয়োজন। কিন্তু সেটা করতে গিয়ে তার নাকের ব্রিজ উড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক। অস্ত্রোপচারের পর যখন নিজের নাক দেখেন প্রিয়াঙ্কা তখন তিনি আর তাঁর মা চমকে উঠেছিলেন। তাঁর আসল নাকটাই উধাও হয়ে গিয়েছিল এর জন্য। সাথে গিয়েছিল প্রিয়াঙ্কার কিছুটা আত্মবিশ্বাসও। বাধ‍্য হয়ে পলিপেকটমি দিয়ে কোনো রকমে পরিস্থিতি সামলাতে হয়েছিল প্রিয়াঙ্কার। কিন্তু ‘প্লাস্টিক চোপড়া’ নামটা তাতে মুছে যায়নি তার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।