
পাবনা সদর উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসড়কের পাশে মালিগাছা-মজিদপুর কবরস্থান সংলগ্ন মহাসড়কের পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টন থেকে এক নবজাতকের লা’শ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লা’শটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা ওই স্থানে একটি কার্টন পড়ে থাকতে দেখে এগিয়ে যান। এ সময় কার্টনটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লা’শ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লা’শটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন# সহকর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ সদস্য কারাগারে!
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লা’শটি উদ্ধার করা হয়েছে। আমরা লা’শটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নবজাতকের মৃ’ত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রাতে কেউ এই নবজাতককে এখানে ফেলে রেখে যেতে পারে। ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি। শিশুটির মা-বাবার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে!