ক্রিকেটখেলাধুলা

ফাইনালের আগেই মুখোমুখি শ্রীলঙ্কা – পাকিস্তান।

সুপার ফোরের শেষ ম্যাচে আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের মোকাবিলায় মাঠে নেমেছে বাবর বাহিনী। টসে হেরে ব্যাটিং করছে তারা। এশিয়া কাপের সময়সূচি জানা না থাকলে হয়তো, কেউ ভেবে বসবেন ফাইনালই বোধহয় হচ্ছে। কেন না টুর্নামেন্টের ফাইনালেও এই দুই দল।

বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অনেক কষ্টে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। অন্যদিকে চরম নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ ম্যাচে টানা দুই ছক্কায় আফগানদের হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে ফাইনালে তুলে নাসিম শাহ।

আরও পড়ুন: সন্দ্বীপ লামিচানেকে নিষিদ্ধ করেছে নেপালের ক্রিকেট এসোসিয়েশন!

আগামী রবিবার ফাইনালে খেলার আগেই আজ নিয়ম রক্ষার ম্যাচে আরেকবার মুখোমুখি হয়েছে ফাইনালের দুই প্রতিপক্ষ। তবে অপ্রয়োজনীয় ম্যাচ হলেও এই ম্যাচের উত্তাপ যে কোনোভাবেই কম হবে না তা সহজেই অনুমেয়।

ইতিহাস আর পরিসংখ্যান বিবেচনায় লঙ্কানদের তুলনায় টি-টোয়েন্টিতে এগিয়ে আছে পাকিস্তান। দুই প্রতিপক্ষের ২১ বারের দেখায় ১৩ বারই জিতেছে পাকিস্তান। তবে সবশেষ তিন সাক্ষাতে অবশ্য জয় পেয়েছে শ্রীলঙ্কাই। ২০১৯ সালে গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাবররা।

ফাইনালের আগের অঘোষিত এই ফাইনালে কারা জিতে সেটা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচের ফলাফল বাড়তি উত্তেজনা যোগাবে ফাইনাল ম্যাচে। ১১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।