ক্রিকেটখেলাধুলা

ফাইনালের প্রতিপক্ষকে হেসেখেলে হারিয়ে দিলো শ্রীলঙ্কা!

সুপার ফোরের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল এশিয়া কাপ ফাইনালের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া এই ম্যাচে পাকিস্তানকে একরকম হেসেখেলেই হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। ব্যাটিংয়ে যেয়ে চতুর্থ ওভারেই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা সামলে নিয়ে ধীরেসুস্থে এগুতে থাকে বাবর-ফখর জামানরা। তবে দশম ওভারে ফখর জামানের উইকেট হারিয়েই ছত্রভঙ্গ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। সব উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১২১ রানে থামে পাকিস্তানের ইনিংস।

পাকিস্তানের ইনিংসে বাবর ৩০(২৯), নাওয়াজ ২৬(১৮) রান যোগ করেন। শ্রীলঙ্কার পক্ষে ৩ টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ টি করে উইকেট নেন প্রমোদ মধূসন ও মহেশ থিকসানা।

আরও পড়ুন: ফাইনালের আগেই মুখোমুখি শ্রীলঙ্কা – পাকিস্তান।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ২ ওভারে কুশাল মেন্ডিস ও গুনাতিলাকার ২ টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে শীঘ্রই এই ধাক্কা সামলে ওঠে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাকার ৪৮ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে ৩ ওভার ও ৫ টি উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। দুইটি করে উইকেট নেন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ।

আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনালে আবারও মাঠে নামবে আজকের ম্যাচের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের মাধ্যমেই পর্দা নামবে এবারের এশিয়া কাপের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।