
ফুটবল সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা অবর্ণনীয়। আর ফুটবল বিশ্বকাপ আসলে যেন গোটা বিশ্বজুড়ে এই জনপ্রিয়তা পরিণত হয় উচ্ছ্বাস, উৎসব আর উন্মাদনায়।
দুই মাসের বেশি সময় বাকি থাকলেও কাতার বিশ্বকাপকে উপলক্ষ করে এরই মধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। এরই ধারাবাহিকতায় ব্রাজিলের পতাকার আদলে জামালপুরের এক ব্রাজিল ফ্যান তৈরি করেছেন ব্যতিক্রমী এক বাড়ি। ব্রাজিলের পতাকার আদলে রঙ করা এই বাড়ির নাম দেয়া হয়েছে ‘নেইমার বাড়ি’।
বহুদূরে থাকা ব্রাজিলের নেইমার হয়তো কখনোই জানবেন না কতটা যত্ন, আবেগ আর ভালোবাসা মিশিয়ে তৈরি হয়েছে এই নেইমার বাড়ি। তাতে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপও নেই নির্মাতার, ভালোবাসার প্রকাশটাই বড়ো তার কাছে।
আরও পড়ুন# ড্রেসিংরুম নিয়ন্ত্রণে জাভির কড়াকড়ি নিয়ম!
বিশ্বকাপ আসলেই এমন অসংখ্য ঘটনা দেখা যায় সারা দেশেই। তবে জামালপুরের ইসলামপুরে এই হাওয়া যেন লেগেছে খানিক আগেভাগেই। তাই তো কেউ বাড়ি রাঙাচ্ছেন পছন্দের দলের পতাকার রঙে, কেউ বা আবার বাবার কাছ থেকে টাকা ধার করে আঁকাচ্ছেন পছন্দের খেলোয়াড়ের প্রতিকৃতি।
এমনই একজন ইসলামপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজ। তিনি বলেন, ‘আমি ও আমার বাবা ব্রাজিলের সমর্থক। ২০২২ বিশ্বকাপ উপলক্ষে আমি আমাদের বাড়িটিকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছি।’
এদিকে ‘নেইমার বাড়ি’ দেখতে নানা জায়গা থেকে ছুটে আসছেন ব্রাজিল ও নেইমারের ভক্ত-সমর্থকরা। তারা আশা করছেন নেইমারের হাত ধরে এবারের বিশ্বকাপ যাবে ব্রাজিলের ঘরেই। প্রসঙ্গত এর আগে জামালপুরে আর্জেন্টিনার এক সমর্থক তৈরি করেছিলেন মেসির বাড়িও!