ক্রিকেটখেলাধুলা

ফেভারিট হিসেবেই বিশ্বকাপে যেতে চায় জ্যোতিরা!

নারী ক্রিকেটে শুরু হয়েছে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে প্রতিপক্ষ হিসেবে তুলনামূলক শক্তিশালী দলগুলোকেই পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের খেলা ম্যাচের সংখ্যা খুবই কম।

তবে প্রতিপক্ষ কঠিন হোক বা সহজ, বাংলাদেশের বাঘিনীরা ফেভারিট তকমা নিয়েই বিশ্বকাপে যেতে চান। এমন আশাবাদই ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

আরও পড়ুন: নিগার সুলতানাকে অধিনায়ক করে বাংলাদেশের নারী দলের স্কোয়াড ঘোষণা!

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘প্রথমত বলব যে, আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্য থাকবে কোয়ালিফাই করা। আমরা এই দলটা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে অপরকে জানি। আমি মনে করি, আমাদের দলের যে সম্ভাবনা আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেভারিট হয়ে থাকব।’

‘এ’ গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সঙ্গে এর আগে সাধারণত মূল পর্বেই খেলতে হতো বাংলাদেশকে। তবে এবার গ্রুপ পর্বেই মোকাবিলা করবে তাদের। এই প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন, আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট।’

প্রসঙ্গত আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে কোয়ালিফাইয়ের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।