খবরবিনোদন জগৎ

ফের বিতর্কের মুখে নাজিফা তুষি, ইন্টারনেটে নিন্দার ঝড়!

ফের বিতর্কের মুখে পড়েছেন সময়ের অন্যতম আলোচিত নায়িকা নাজিফা তুষি । ঢালিউডের সিনেমা জগতে বাজিমাত করছে সদ্য মুক্তিপ্রাপ্ত মেজবাউর হক সুমনের “হাওয়া”। হাওয়া সিনেমায় গুলতি নামক এক চরিত্রে নাজিফা তুষি অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই হাওয়া ঝড়ে উড়ে যাচ্ছে দেশের সিনেমা পাড়া। গত ২৯ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই টানা হাউজফুল যাচ্ছে সিনেমাটি। এমনকি টিকেট সংকটের জন্য দর্শকদের কয়েকদিন আগে থেকে টিকিট সংগ্রহ করে রাখতে হচ্ছে। এখনো অধিকাংশ সিনেমা হলে দর্শকরা পড়ছেন টিকিট সংকটে।

বলা যায় অনেকদিন পর বাংলাদেশের সিনেমাহলগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে হাওয়া’র মাধ্যমে। তবে এত সাফল্য অর্জনের মাঝেও অভিনিত শিল্পীদের মন্তব্যের জন্য বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাদের। বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়। সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার পরিচাকল আবদুল আজিজের একটি মন্তব্যের সূত্র ধরে সমালোচনার জন্ম নেয় প্রথম। এরপর একে একে বিতর্কের মুখে পড়েন চঞ্চল চৌধুরী ও সুমন আনোয়ার।

আরও পড়ুন# অ্যাম্বার হার্ড সহিংস আচরণ করতেন, জানালেন তার বোন!

এরপর সম্প্রতি হাওয়া’র নায়িকা নাজিফা তুষিও তার মন্তব্যের জন্য জন্ম দিয়েছেন সমালোচনার। হাওয়া সিনেমায় গুলতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তিনি নজর কেড়েছেন সবার। গেল সোমবার (১ আগস্ট) হাওয়া টিম দর্শক প্রতিক্রিয়া জানার জন্য গিয়েছিল শ্যামলী স্কয়ারে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হলে তুষি কথা বলার আগে জানান তিনি শুধুমাত্র তার সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়েই কথা বলতে ইচ্ছুক। পাশে থাকা দিন দ্য ডে এবং পরাণ সিনেমার পোস্টার তিনি সরিয়ে ফেলতে বলেন। আপাতদৃষ্টিতে এটাকে স্বাভাবিক মনে হলেও নেটিজেনরা কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নেয়নি। ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজে ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা করেছেন অনেক নেটিজেনই।

উল্লেখ্য, এর আগেও বইমেলায় মাস্ক ব্যবহার না করায় বিতর্কের মুখে পড়েছিলেন তুষি। ভ্রাম্যমাণ আদালত তাকে স্বাস্থবিধি না মানায় জরিমানাও করেছিল।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।