ফের বিয়ে করলেন সংগীতশিল্পী এস আই টুটুল!

ফের বিয়ে করলেন সংগীত শিল্পী এস আই টুটুল। পাত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। শারমিন সিরাজ সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। কিছুদিন আগে তাদের আকদ হয়েছে।
বিয়ের ব্যাপারে টুটুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি। তবে জানা গেছে, এই মূহুর্তে এস আই টুটুল আর বর্তমান স্ত্রী সোনিয়া যুক্তরাষ্ট্রে সময় পার করছেন।
এর আগে এস আই টুটুল সাবেক অভিনেত্রী ও পরিচালক তানিয়া আহমেদকে বিয়ে করেছিলেন। তারা দীর্ঘদিন একসাথে ছিলেন। তারপর হঠাৎ তারা ৫ বছর আলাদা থাকেন। গতবছর অফিসিয়ালি তাদের ডিভোর্স সম্পন্ন হয়।
#আরও পড়ুন: অবশেষে জন্মদিনে সোশাল মিডিয়ায় ছবি দিলেন ক্যাটরিনা!
টুটুল নিউইয়র্কে বিভিন্ন কনসার্টে ও অনুষ্ঠানে যাতায়াত করেন। আর টিভির একটি অনুষ্ঠান ‘বাংলা গায়েন’ থেকে সোনিয়ার সাথে পরিচয় হয়। এসময় দুজনেই সিঙ্গেল ছিলেন।
সোনিয়াও গণমাধ্যমটির সাথে কথা বলেছেন। তিনি বিয়ের বিষয়টি অকপটে স্বীকার করে নিয়েছেন। প্রায় ১২ বছর সিঙ্গেল থাকার পর তার টুটুলের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে টুটুলকে তিনি বলেন, “অবশিষ্ট দিনগুলোতে একসাথে থাকতে পারবেন কিনা!” তারপর টুটুল রাজি হলে তাদের মুসলিম রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়।
এস আই টুটুলকে আগের মতো সংগীতে নিয়মিত দেখা যায়না। তিনি অবশ্য দেশে ও দেশের বাহিরে কনসার্ট নিয়েই ব্যস্ত।
এস আই টুটুলের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে যায় দিন যায় একাকী, দয়ার সাগর, কেউ প্রেম করে, তুই যদি চিনতি আমায় পরাণের পাখি সহ আরও অনেক গান। তার নতুন দাম্পত্য জীবনে দর্শকদের শুভকামনা থাকবে।