নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের বসতঘর ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উত্তেজিত জনতা। এসময় স্থানীয় একটি মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, দিঘলিয়া গ্রামের সাহাপাড়ার আকাশ সাহা নামের এক তরুণ ফেসবুকে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে—এমন কথা ছড়িয়ে পড়লে শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় এলাকাবাসী আকাশ সাহাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। পরে উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের অনুপ সাহা, নিত্য দুলাল সাহা, অশোক সাহা, সনজিদ সাহার মুদি দোকান এবং গৌতম কুণ্ডু ও গোবিন্দ কুণ্ডুর মিষ্টির দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং আকাশ সাহাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেয়। কিন্তু খোঁজাখুঁজির পর আকাশকে পাওয়া না গেলে তার পিতা অশোক সাহাকে হেফাজতে নেয় পুলিশ।
পরে রাত ৯টার দিকে উত্তেজিত জনতা আখড়াবাড়ী সার্বজনীন পূজামণ্ডপে আগুন ধরিয়ে দেয়। এসময় নাড়ূ গোপালের বাড়িতেও অগ্নিসংযোগ ও লুটপাট করে তারা। এরপর রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬-এর একটি দল এবং নড়াইলের পুলিশ সুপার প্রবীর রায় ঘটনাস্থলে উপস্থিত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক মিলে জোরালোভাবে কাজ করেছি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিঘলিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হয়েছে।
আরও পড়ুন# জুমার নামাজের পর অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা!