বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয় পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

এদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি টাকা ব্যয় করে নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারি প্রযোজনায় নির্মান করা হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের শক্তিশালী পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য পুরো দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং!
এই সিনেমাটির ট্রেলার বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় উন্মোচিত হয়। কিন্তু ট্রেলারটি প্রকাশ হবার পর থেকেই বিতর্কেরর মুখে পড়ে সিনেমাটি। বিভিন্ন নেতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্টবক্স। এবার সিনেমাটি নিয়ে কথা বলেছেন স্বয়ং শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ট্রেলারটি নিয়ে মন্তব্য করেন ‘ট্রেলার যদি খারাপ হতো, মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসব অব্ধি এটা যেত না।’
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। আর ট্রেলার নিয়ে বিতর্ক উঠলেও মনে রাখতে হবে ট্রেলারটি মানসম্মত না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এতো বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না।’
সংবাদ সম্মেলনে এই সময় এক সাংবাদিক জানতে চান, বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিটির ফাইনাল কপি কি তিনি দেখেছেন এবং এই ছবিটি কবে নাগাদ মুক্তিপ্রাপ্ত হবে?
আরও পড়ুন# লাইফবয় সাবানের প্রচারণা বন্ধের আইনি নোটিশ!
উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ সিনেমার ট্রেলারটি প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু সমালোচনা তৈরী হয়েছে। এ বিষয়ে আমার মনে হয়েছে, ২৬ মার্চের ভাষণ বাঙালির একটি আবেগের জায়গা। জাতি পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু সমস্যা হচ্ছে দর্শকদের। তবে এটাও চিন্তা করে দেখুন, ট্রেলার যদি ভালো না হতো, মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবের মতো একটি উৎসবে এটি জায়গা করে নিতে পারতো না।’
তিনি আরও বলেন, ‘ সিনেমাটির কাজ শুরু হওয়ার পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিলো। অবশেষে ভারত ও বাংলাদেশে এর শুটিং সম্পন্ন করা হয়। এখন এডিটিং এর কাজ চলছে। আমরা একটা ভালো সময় সিনেমাটি মুক্তির চেষ্টা করছি।’
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন এদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ খ্যাতিমান সব অভিনেতা,অভিনেত্রীগণ।