খবরবিনোদন জগৎ

বঙ্গমাতার চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি!

বঙ্গমাতা শিরোনামের একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি । নতুন একটি কাজের সাথে যুক্ত আছেন জানালেও, কী ধরনের কাজ তা নিয়ে নীরব ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন এই কাজের ব্যাপারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ওপর নির্মিত হয়েছে এই সিনেমাটি। জানা গেছে এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র। ২৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

আরও পড়ুন# খাবার নিয়ে এলেন চয়নিকা : আপ্লুত পরীমনি

জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন এই সিনেমায় অভিনয় করতে পেরে তিনি বেশ উচ্ছসিত। কারণ হিসেবে তিনি জানিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা তার খুব পছন্দের একটি চরিত্র। সিনেমাটিতে কাজ করার ব্যাপারে জ্যোতিকা জ্যোতি বলেছেন, আমি বঙ্গমাতা চরিত্রে অর্থাৎ নামভূমিকায় অভিনয় করেছি। এটা আমার জন্য গর্বের ও আনন্দের বিষয় ছিল। তবে চরিত্রটিতে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। আশা করছি, এটি সবার ভালো লাগবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তরুণ প্রজন্ম এ চলচ্চিত্রের মাধ্যমে একটি ভালো ধারণা পাবে।

এই সিনেমাটির প্রিমিয়াম শো অনুষ্ঠিত হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবসে অর্থ্যাৎ আগামী ৮ আগস্ট। প্রিমিয়াম শো অনুষ্ঠিত হওয়ার আগেই প্রকাশিত হবে এর পোস্টার ট্রেলার।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।