
বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অক্টোবরের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে শক্তিশালী এ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানায় আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)। এর বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় সিডর বা আম্পানের মতো হতে পারে যার গতি হবে ঘণ্টায় ২২০ কিলোমিটার থেকে ২৫০ কিলোমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের মাঝামাঝি যেকোনো একটি স্থানে আঘাত করতে পারে।
আরও পড়ুন# ছু’রি’কা’ঘা’ত করে শাশুড়িকে হ’ত্যা, জামাই কারাগারে!
সর্বশেষ পূর্বাভাস অনুসারে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের শক্তি অর্জন করতে পরে। ২৫ অক্টোবর আমাবস্যা। ঘূর্ণিঝড়টি যদি আগামী ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত করে, তবে যে স্থানে আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, যেহেতু আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ১০ দিনের বেশি পূর্বে প্রকাশ হয় না, তাই আরো ৩ দিন অপেক্ষা করতে হবে অন্যান্য দেশের আবহাওয়া পূর্বাভাস মডেলের সঙ্গে যাচাই করার জন্য।