বসার জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক-কোচের!

সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনাদের এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত গোটা দেশ। তারই প্রতিফলন দেখা গেছে সারাদিনজুড়ে বিভিন্ন আয়োজনে।
তবে দিনশেষে সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে ভীষণ ক্ষুব্ধ বাফুফের দায়িত্বশীলদের অপেশাদার আচরণে। যাদের হাত ধরে উৎসবের উপলক্ষ্য পেয়েছে গোটা দেশ, ঘুচল দুই দশকের শিরোপাখরা। তাদেরই ঠাঁই হয়নি বাফুফের সংবাদ সম্মেলন কক্ষের বেঞ্চে। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। চ্যাম্পিয়নদের কোচ গোলাম রব্বানি ছোটন তো ছিলেন আরও পেছনে।
আরও পড়ুন: দেশবাসীকে শিরোপা উৎসর্গ করলেন সাবিনারা!
যেকোনো পেশাদার সংবাদ সম্মেলনে দেখা যায় সবার মাঝে বসবেন প্রধান কোচ, পাশে অধিনায়ক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেন তা উল্টো। সংগঠনের সভাপতি কাজী সালাহউদ্দিনই এদিন যেন ছিলেন সবার প্রাণকেন্দ্রে। দীর্ঘ সময় নিয়ে লম্বা বক্তৃতাও দিয়েছেন তিনি।
চেয়ারের মাঝখানে না হোক, পাশে অন্তত থাকতে পারতেন কোচ, অধিনায়করা। সংশ্লিষ্টদের কাছ থেকে এই সম্মানটুকুও পেলেন না তারা। সুতরাং পেছনে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলতে হলো সাফজয়ী কোচ, অধিনায়ককে।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বক্তৃতার পর সাংবাদিকরা যখন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানি ছোটনকে প্রশ্ন করেন, তখন তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবও দাঁড়িয়ে দাঁড়িয়েই দেন।
অবশ্য সংবাদ সম্মেলনের শেষদিকে বসার সুযোগ মিলেছিল দুইজনেরই। এতে অবশ্য একেবারেই মন গলেনি সমর্থকদের। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।