বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে ভাবিনি: জয়

বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে বাধ্য হয়েছেন শাহরিয়ার নাদিম জয়? আজকে সন্ধ্যায় এমনই একটি পোস্ট দিয়েছেন জয় তার ফেসবুক অ্যাকাউন্টে।
তার ফেসবুক একাউন্ট থেকে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে হাসিমুখের সুন্দর একটি ছবি শেয়ার করেছেন জয়। তাতে সমস্যা ছিল না। সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। শেয়ার করা ছবিটার ক্যাপশনে জয় লিখেছেন ‘বউ বাচ্চাসহ বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি!’ আর এই ক্যাপশনটাতেই চোখ আটকে গেছে সবার। অবশ্য ছবিটিতে তাদের দুজনের পাশাপাশি আরেকজন আছেন। নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।
আরও পড়ুন# পাকিস্তানি বোলারের সাথে ভিডিয়ো প্রকাশে বিতর্কের মুখে উর্বশী!
পরেই অবশ্য এই বিষয়টি পরিষ্কার করলেন জয়। জানালেন, ‘ঘটক হচ্ছেন রেদওয়ান রনি ভাই এবং চরকি। আর বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। এই বছরের শেষে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ। শঙ্খ দাসগুপ্ত দুর্দান্ত নির্মাতা। আর বাঁধন তো আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলতে পারেন ভাগ্যবান। এইটুকুই জানিয়ে রাখলাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত অবশ্যই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে দারুন গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে আগ্রহী করবেন।’
জয় আরো জানিয়েছেন সিরিজটির শ্যুটিং আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এর আগে অব্ধি রিহার্সাল চলছে। সাতটি পর্বের সিরিজ এটি।
এদিকে সিরিজটি নিয়ে জয়ের আশা ভরসা এবং ভয় দুটোই অনেক বেশি। বললেন, ‘যদি কাজটি ঠিকভাবে করতে পারি, তাহলে অমিতাভ বচ্চন হয়ে যাবো, না হলে ধরা খেয়ে যাব!’