ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশও থাকবে এশিয়া কাপের ফাইনালে!

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে দেশে ফিরে এখন এক সপ্তাহের অঘোষিত ছুটি কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার (১১ সেপ্টেম্বর) মাঠে নামবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এশিয়া কাপ থেকে বাংলাদেশ বিদায় নিলেও সেদিন মাঠে থাকবে বাংলাদেশের এক প্রতিনিধি।

আরও পড়ুন: মারুফার জাতীয় দলে উঠে আসার সংগ্রামের গল্প!

ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

এশিয়া কাপ দিয়েই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন মাসুদুর রহমান মুকুল। সেটি ছিলো ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দুটি ম্যাচে। তার দেয়া সিদ্ধান্তগুলো ছিল খুবই নিঁখুত। আম্পায়ার হিসেবে দারুণ পারফর্ম করায় প্রশংসায় ভাসার পাশাপাশি এবার যোগ্য পুরস্কারও পেলেন তিনি।

মুকুল ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১৮ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো ম্যাচের দায়িত্ব পান তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।