ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া!

ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তারই সুবাদে বিশ্বকাপ সুপার লিগে বড়ো লাফ দিয়েছে অজিরা। আর রবিবার (১২ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ২৫ রানে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুইয়ে ওঠার পথে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে অজিরা। সুপার লিগে দুই দলই এখন পর্যন্ত খেলেছে ১৮টি ম্যাচ। সমান ১২ ম্যাচ জিতে, ১২০ পয়েন্ট দুই দলেরই। তবে নেট রানরেটের ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া টপকে গেছে বাংলাদেশকে।

আরও পড়ুন: শত দুর্যোগ পেরিয়েও চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা!

অন্যদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানেরও সংগ্রহ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চারে অবস্থান তাদের। এছাড়া ১০০ পয়েন্ট পার করেছে নিউজিল্যান্ড (১১০), ভারত (১০৯) ও আফগানিস্তান (১০০)।

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল:

১. ইংল্যান্ড – ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট
২. অস্ট্রেলিয়া – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
৩. বাংলাদেশ – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
৪. পাকিস্তান – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
৫. নিউজিল্যান্ড – ১৫ ম্যাচে ১১০ পয়েন্ট
৬. ভারত – ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট
৭. আফগানিস্তান – ১২ ম্যাচে ১০০ পয়েন্ট
৮. ওয়েস্ট ইন্ডিজ – ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট
৯. আয়ারল্যান্ড – ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট
১০. শ্রীলঙ্কা – ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা – ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট
১২. জিম্বাবুয়ে – ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস – ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।