
বাংলাদেশের জার্সিতে কয়েক বছর ধরে খেলছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। জামাল ভূঁইয়া এসেছিলেন সুদূর ডেনমার্ক থেকে, এখন লাল-সবুজদের দলনেতা এই ফুটবলার। ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ড থেকে এসেছেন তারিক কাজি। এবার গুঞ্জন শুনা যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীরও লাল-সবুজদের হয়ে খেলার। হামজাই অবশ্য কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার তার ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডস জানালেন, বাংলাদেশের হয়ে খেললে দেশটির আলোক-সংকেত হতে পারেন হামজা।
স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়াটফোর্ডের দায়িত্ব পালন করা কোচ রব এডওয়ার্ডস বলেন, “আমি মনে করি চৌধুরী যা (বাংলাদেশের হয়ে খেলা) করার আগ্রহ প্রকাশ করেছে, সেটা করতে পারলে অনেক ভালো হবে। সে বাংলাদেশের ‘আলোক-সংকেত’ হতে পারে। ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, অনেক কিছু শিখতে পারবে।”
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান হামজা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’
বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হামজা বলেছিলেন, ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো কিছু করলে দেশ থেকে সবাই সমর্থন জানাত। আমার মা সারা রাত জেগে থাকতেন। কারণ, আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবেন।’
হামজা মনে করেন দক্ষিণ এশিয়ার ফুটবলে অনেক সম্ভাবনা আছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা সত্যিই আমার চোখ খুলে দিয়েছে। একজন পেশাদার ফুটবলার হিসেবে আপনার কতটা সুযোগ আছে, বিশেষ করে একজন দক্ষিণ এশিয়ার ফুটবলার হিসেবে। আমি একটি শক্তিশালী সংযোগ অনুভব করি এবং ব্যবহার করতে চাই ৷ আমার অভিজ্ঞতাগুলো বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাই।’