
নারী এশিয়া কাপের অষ্টম আসর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের পূণ্যভূমি সিলেটে। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি চলমান এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসবেন সিলেটে। তিনি ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহও থাকবেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপযাত্রা নিয়ে বিরক্ত সাবেক অধিনায়ক!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সূত্র সৌরভের আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও উপস্থিত ছিলেন সৌরভ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয় শাহ’র এমনিতেই আসার কথা রয়েছে। তবে সৌরভের আগমন নিশ্চয়ই বাড়তি মাত্রা যোগ করবে টুর্নামেন্টে। ফাইনাল উপভোগ করা ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।