আন্তর্জাতিকজাতীয়সন্দেশ

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করতে রাজি ভারত!

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করতে রাজি হয়েছে ভারত। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। 

একইদিন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের মোট সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী পৃথক সংবাদ সম্মেলন করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্যে ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভবিষ্যতে ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে।

ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান শাহরিয়ার আলম।

আরও পড়ুন# বাগেরহাটে ১০ শিক্ষক-ছাত্রী আক্রান্ত হলেন হিস্টেরিয়া রোগে!

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফের‍্য পাঠানোই একমাত্র সমাধান।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে কোনও পণ্য ভারতে প্রবেশ করার ক্ষেত্রে এখন শুধুই সড়ক ব্যবহার করা হয়। পরবর্তীতে এই যোগাযোগটি রেল ও নৌপথে চালানোর পরিকল্পনা আছে দুই দেশের সরকারের।

এছাড়াও বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যারা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, যারা সমালোচনা করছে, তারা কূটনৈতিক শিষ্টাচার বোঝেন না অথবা ইচ্ছাকৃত এমনটি করছেন বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।