বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা, ৩০০ পরিবারকে সরিয়ে নেবে প্রশাসন!

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০০ পরিবারকে সরিয়ে নিয়েছে প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াসমিন পারভিন।
তিনি জানান, পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন তুমব্রু, ঘুমধুম, হেডম্যান পাড়া, ফাত্রা ঝিড়ি, রেজু আমতলী এলাকায় বসবাসকারীদের সরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। সোমবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে এ স্থানান্তর প্রক্রিয়া শুরু করবেন।
এদিকে, বান্দরবান সীমান্তে গোলাবর্ষণের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার এর দায় ঠেলে দিয়েছে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির প্রতি। দেশটির দাবি, আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর গোলাবারুদ চুরি করে বাংলাদেশে গুলি করছে, যাতে করে দুই দেশের সম্পর্কের অবনতি হয়, বাংলাদেশ মিয়ানমারকে অবিশ্বাস করে।
আরও পড়ুন# যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নি’হত ৩!
সীমান্তে গোলাবর্ষণের প্রতিবাদে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে একের পর এক তলব করার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে এই ব্যাখ্যা দিয়ে গেছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার বিকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খোরশেদ আলম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।।
বাংলাদেশ সীমান্তের ওপারে বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে মিয়ানমার সেনা বাহিনী। এ লড়াইয়ের ফলে মিয়ানমার সেনা বাহিনীর ছোঁড়া বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে এক রোহিঙ্গা কিশোর মারা গেছে। আহত হয়েছে আরও ৪জন।