আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

সাফজয়ী মেয়েদের নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদন!

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই নিয়ে হয়েছে ব্যাপক আলোচনাও। এরপর নেপাল থেকে দেশে ফেরে বিশাল এক সংবর্ধনা পায় সাবিনা খাতুনরা। সংবর্ধনার দিনেও ঘটে নানা ঘটনা। লাগেজ চুরি হয় মেয়েদের, ছাদখোলা বাসে শিরোপা উৎসব করার সময় আহত হন ঋতুপর্না চাকমা, বাফুফের সংবাদ সম্মেলন ঘিরেও তৈরি হয় বেশ বিতর্ক। এসব বিষয় উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে।

খেলা নিয়ে বাংলাদেশিদের উচ্ছ্বাস নতুন কিছু নয়, ফুটবলের ক্ষেত্রেও সেটার কমতি নেই মোটেই। ‘বাংলাদেশ আর ব্লেজিং অ্যা ট্রেইল ফর ফিমেল ফুটবলারস ইন সাউথ এশিয়া’ শিরোনামে একটি প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি লিখেছে, ‘নারী দল নেপাল থেকে শিরোপা জিতে আসার পর বিমানবন্দরে সমর্থকদের সংবর্ধনা পায়। এরপর ছাদখোলা বাসে করে তারা দেশটির ফুটবল ফেডারেশন অভিমুখে যায়। যাত্রাপথে পুরো রাস্তাজুড়ে হাজারো মানুষের উপস্থিতি ছিল।’

আরও পড়ুন: হামজাকে পেতে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে!

গার্ডিয়ান আরও লেখে, ‘তাদের জন্য প্রশংসা তো যোগ্যই ছিল। শিরোপা জয়ের পথে নেপালের কাঠমুন্ডুতে টাইগ্রেসরা এক প্রকার ত্রাস সৃষ্টি করে। ভারত আগের পাঁচটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবার তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। আর বাংলাদেশ এই শিরোপা জিততে হজম করে মাত্র এক গোল, প্রতিপক্ষকে দেয় ২৩টি। অন্যদিকে নেপাল ষষ্ঠবারের মতো ফাইনালে হার বরণ করে।’

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও উঠে এসেছে, ‘ছাদখোলা বাসে উদযাপনের সময় বাংলাদেশ দলের অন্যতম সদস্য ঋতুপর্না চাকমার মাথায় আঘাত লাগে। তাকে করাতে হয় তিনটি সেলাই। এরপর সেও আবার দলের সঙ্গে যোগ দেয়। এর আগে বিমান বন্দর থেকে তাদের ডলার চুরি হয়, খোয়া যায় লাগেজও।’

এছাড়াও বাফুফের সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের দাঁড়িয়ে থাকার ব্যাপারটি উল্লেখ করে গার্ডিয়ান লেখে, ‘ফেডারেশনের সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ও কোচকে প্রায় ৪৫ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়, অন্যরা বসে বসে মিডিয়ার সামনে কথা বলছিলেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষোভও দেখান দেশটির মানুষেরা।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।