বাকিংহাম প্যালেসে ফিরলেন রাজা চার্লস!
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনে বাকিংহাম প্যালেসে ফিরেছেন গ্রেট ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) ইংল্যান্ডের সময় দুপুর ২টার দিকে বাকিংহাম প্যালেসে এসে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ক্যামিলিয়া রোজমেরি পার্কার। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন সপরিবারে রানীকে দেখতে বালমোরাল প্যালেসে গিয়েছিলেন রাজা চার্লস।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জানায়, স্থানীয় সময় দেড়টার দিকে বিমানে করে লন্ডনে পৌঁছান রাজা চার্লস। এরপর বিমানবন্দর থেকে গাড়িতে করে বাকিংহাম প্যালেসে আসেন তিনি। গাড়ি থেকে নেমেই আগে থেকে বাকিংহাম প্যালেসের বাইরে অপেক্ষমাণ নাগরিকদের শুভেচ্ছা জানান রাজা চার্লস ও রানি ক্যামিলা।
আরও পড়ুন# সিরিয়ায় রুশ বাহিনীর হামলা, ১২০ জ’ঙ্গি নি’হত
খবরে আরও বলা হয়, একটু পর ইংল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজা চার্লস। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) রাজা হিসেবে প্রথম ভাষণ দেন তিনি।
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা ‘অপারেশন লন্ডন ব্রিজ’ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। লন্ডনের হাইড পার্কসহ আরও কয়েকটি স্থানে ৯৬ বার গান স্যালুট বা তোপধ্বনি দেওয়া হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাজা হয়েছেন ছেলে তৃতীয় চার্লস। তবে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করা হবে আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর)। চার্লসকে রাজা ঘোষণার অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।