প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে আসছে পানিরোধক ই-রিডার!

বর্তমানে প্রযুক্তির তুমুল পরিবর্তনে যেন জীবনের কোনো অংশই বাদ নেই। তেমনই আগেকার হার্ডবুকের জায়গা দখল করে নিয়েছে ই-বুক। এখন যেন ই-বুকই বই পড়ার অন্যতম মাধ্যম। সেই ই-বুক পড়তে অনেকেই ব্যবহার করে থাকে ই-রিডার। পার্কে কিংবা বাইরে খোলা আবহাওয়ার ই-রিডারের সাহায্যে অনেকই ই-বুক পড়ে থাকেন।

কিন্তু, হঠাৎ তুমুল বৃষ্টি কিংবা কোনো অসাবধানতা বশত পানি পড়ে ভিজে নষ্ট হয়ে যায় ই-রিডার। আর এই সমস্যার সমাধান দিচ্ছে কানাডার ই-বুক বিক্রেতা প্রতিষ্ঠান ‘কোবো’। তারা আবিষ্কার করেছেন, চমৎকার পানিরোধক ই-রিডার। ‘কোবো’ দাবি করছেন, এই ই-রিডারটি দুই মিটার পানির নিচেও ব্যবহারযোগ্য।

এই ই-রিডার মডেলটির নাম ‘কোবো ক্লারা ২ ই’ মডেল। যার ধারণক্ষমতা ১৬ গিগাবাইট। এছাড়াও এই ই-রিডারটির ৬ ইঞ্চি এইচডি পর্দার রয়েছে ডার্ক মোড সুবিধা। ফলে, খুবই স্বচ্ছন্দ্যে অন্ধকারেও ব্যবহার করা যাবে ‘কোবো ক্লারা ২ ই’। কেবলমাত্র তাই নয়, এই ই-রিডার একবার চার্জ দিলে তা অনায়াসে এক সপ্তাহ ব্যবহার করা যাবে।

গুঞ্জন শোনো যাচ্ছে, আগামী ২২ শে সেপ্টেম্বর বাজারে আসবে এই চমৎকার ই-রিডারটি। যার দাম ১৫০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ হাজার ২৬০ টাকা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।