
গাইবান্ধায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃ’ত্যু হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে এ ঘটনা ঘটে। নি’হত শিশুটির নাম শফিউল ইসলাম (৮)। নিহত শফিউল উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশু শফিউল তার স্বজনদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে গাইবান্ধাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে শফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন# আঁখি খাতুনের বাবাকে হুমকি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার!
এ ঘটনায় নি’হতের স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাজার থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুটি মা’রা গেছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। আমরা ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। ট্রাক চালককে আটক করতে অভিযান শুরু হবে।
শফিউলের মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।