
নৈতিকতার শিক্ষা দেবেন যারা, তারাই যেন নেমেছেন নৈতিকতা লঙ্ঘনে। এমনই এক ঘটনা ঘটেছে ভোলার লালমোহনে। স্কুলছাত্রীকে বাথরুমে ঢুকে যৌ”ন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানায় মামলা হবার পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়েরই তৃতীয় শ্রেণিতে পড়ে।
সূত্র মারফত জানা যায়, বুধবার বিদ্যালয় চলাকালীন সময় দুপুরে ওই ছাত্রী বাথরুমে গেলে তাকে যৌ’ন হেনস্তা করে শিক্ষক। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম্য সালিশদের ঘটনাটি জানায়। বুধবার রাতে থানায় এসে প্রধান শিক্ষক তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা।
আরও পড়ুন : ঢাকার দিয়াবাড়িতে এক তরুণীকে গণধ’র্ষ’ণের অভিযোগ!
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ ব্যাপারে বলেন, থানায় মামলা করার পরই গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাকির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জান মিলন জানান, এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। তাই সঠিকভাবে কিছু বলতে পারব না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের বক্তব্য, এ ব্যাপারে খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।