
সমতায় ফেরার পর সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আবারও বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। স্বাগতিকদের ৬৩ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। করাচিতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শুরুতে ব্যাটিং করে ২২১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে ১৫৮ রানেই থামে পাকিস্তানের ইনিংস।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ইংলিশরা। ব্যাট হাতে ঝড় তোলেন হ্যারি ব্রুক। ৩৫ বলে ২৩১.৪৩ স্ট্রাইক রেটে ব্রুক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ রানে। এ ছাড়াও বেন ডাকেট ৪২ বলে অপরাজিত ছিলেন ৭০ রানে। পাকিস্তানের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন উসমান কাদির।
আরও পড়ুন: বাবর-রিজওয়ানের অপরাজিত ইনিংসে ১০ উইকেটে জয় পাকিস্তানের!
জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজমকে প্রথমেই হারায় স্বাগতিকরা। ৬ বলে ৮ রান করে মার্ক উডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরত যান তিনি। ১৪ বলে ৮ রান করে মোহাম্মদ রিজওয়ানও বোল্ড হন টপলির বলে।
এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি পাকিস্তানের। অবশ্য শাহ মাসুদ একা লড়াই করে টিকে থাকেন শেষ পর্যন্ত। অপরাজিত থেকে ৪০ বলে ৬৬ রান করেন এই ব্যাটার। ৩ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এ ছাড়া ২১ বলে ২৯ রান করেন খুশদিল শাহ।
ইংলিশদের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। এছাড়াও দুইটি উইকেট নেন আদিল রশিদ। ম্যাচসেরা হন হ্যারি ব্রুক। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।