
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। নানা কাজের জন্য সবসময় আলোচিত-সমালোচিত বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার অভিযোগ উঠেছে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মোনার্ক হোল্ডিংস লিমিটেড’ শেয়ার মার্কেটে লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছে। অবাক করা ব্যাপার এই যে শেয়ারবাজারে ব্যবহৃত মোনার্ক হোল্ডিংসের নথিপত্রে বাবার নাম ‘জাল’ করেছেন দেশসেরা এই ক্রিকেটার!
‘ডেইলি সান’ নামে একটি পত্রিকায় প্রকাশিত হওয়া মোনার্ক হোল্ডিংসের একটি দলিলে দেখা যায়, সাকিব তার বাবার নাম ‘খন্দকার মসরুর রেজা’র পরিবর্তে কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: শেয়ার বাজার কারসাজিতে ফেঁসে যাচ্ছেন সাকিব!
অথচ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম জানিয়েছেন, এনআইডির মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই।
সাকিব গত বছরের ফেব্রুয়ারিতে বিএসইসির শুভেচ্ছাদূত থাকার সময়ে মোনার্ক হোল্ডিংস এর অনুমোদন পেয়েছিলেন। মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া হাসান, যার বিরুদ্ধে ইতোমধ্যেই শেয়ার কারসাজির অভিযোগ প্রমাণিত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ওয়ান ব্যাংক, ফরচুন শুজ এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেনের অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন সাকিব আল হাসান।
এই ঘটনায় শেয়ার বাজার নিয়ন্ত্রক আবুল খায়ের হিরো, তার বাবা এবং স্ত্রীকে বড় অঙ্কের জরিমানা করা হলেও, সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি এখনও পর্যন্ত।