খেলাধুলাফুটবল

ফুটবল খেলেই পরিবারের দিন বদলেছেন কৃষ্ণা!

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে ৩-১ গোলে জিতে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন মেয়েরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ ভাসছে আনন্দের জোয়ারে। সেই ম্যাচে হিমালয় কন্যাদের হারানোর পথে জোড়া গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার

গ্রামের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে কৃষ্ণা। নানা প্রতিকূলতা জয় করে এসেছেন এতোদূর। ফুটবল খেলেই নিজের এবং পরিবারের অবস্থা বদলেছেন তিনি। এক সময়ের টিনের ছাপড়া ঘর থেকে এখন পাকা দালানে থাকছেন সাফের ফাইনালের সেরা এই খেলোয়াড়। কৃষ্ণা রাণীর পরিবারের সফলতার পাশাপাশি ছড়িয়ে পড়েছে গ্রামের সুনামও।

আরও পড়ুন: এক লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন শিরোপাজয়ী চারজন!

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে সারাদেশ আনন্দে ভাসছে। ফাইনালে স্বাগতিকদের জালে জড়ানো তিন গোলের দুটিই এসেছে কৃষ্ণার পা থেকে। সেই আনন্দ ছড়িয়ে গেছে কৃষ্ণাদের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামেও। তবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় তার মা নমিতা রাণী সরকার মেয়ের খেলা দেখতে পারেননি। বাবা খেলা দেখেছেন অন্য গ্রামে গিয়ে। আর ভাই পলাশ সারাদিন উপবাস করেছিলেন বোনের ভালো খেলার জন্য।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।